ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামি শনিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের এ উৎসব। এর আগে গতকাল সোমবার অনুষ্ঠিত হয় সায়ংকালে দেবীর বোধন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) মহাসপ্তমী, পরশু বৃহস্পতিবার মহাঅষ্টমী ও কুমারী পূজা, শুক্রবার মহানবমী বিহিত পূজা এবং শনিবার বিজয়া দশমী ও দর্পণ বিসর্জন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৬টা ৩০ মিনিটে কল্পারম্ভ এবং বিকেল ৪টায় বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিনের ষষ্ঠী পূজা সম্পন্ন হয়। এদিন সকাল থেকে চন্ডি-পাঠে মুখরিত থাকবে সকল পূজাম-প।
মঙ্গলবার শহরের কালিবাড়ি, হরিসভা সহ বেশ কিছু মন্দির ঘুরে দেখা যায় প্রতিটি মন্ডপে ভক্তদের ভির রয়েছে। তারা মন্দীরে মহা সানন্দে হৃদয়ের ভক্তি শ্রদ্ধা মিশিয়ে পূজা দেন।
এছাড়া বিভিন্ন পূজা মন্ডপেই বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা মন্দিরগুলোতে পূজায় ব্রত ও অঞ্জলী গ্রহণের জন্য ছুটে আসতে থাকে। মন্দীরে আসা ভক্তরা জানায়, সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় এবার দেবীর আগমন নৌকায় চড়ে এবং বিদায় নেবেন ঘোড়ায় চড়ে।
এদিকে প্রতিটি মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ করা গেছে। প্রতিবছরের ন্যায় এবাও পূজা উদ্যাপনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা প্রহণ করছে। অধিকাংশা পূজা মন্ডপে নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
প্রসঙ্গত, এ বছর চাঁদপুর সদর উপজেলায় ২৭টি, মতলব দক্ষিণ ৩২টি, মতলব উত্তর ২৯টি, হাজীগঞ্জ ২৫টি, শাহরাস্তি ১৪টি, কচুয়া ৩৯ টি, ফরিদগঞ্জ ১৮ টি ও হাইমচর উপজেলা ৬টি পূজা মন্ডপে শারদীয় উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মন্ডপই দর্শণার্থীদের জন্য তাদের সামর্থ আর ভক্তি শ্রদ্ধা দিয়ে সাজিয়ে তুলেছেন মনের মাধুরী মিশিয়ে।
আশিক বিন রহিম
: : আপডেট, বাংলাদেশ ১১: ৪৩ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ