চাঁদপুরে তাবলীগ জামাত শেষ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হোসাইন (৪৫) নামে মুসল্লীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর শহরের ওয়্যারলেস মুন্সিবাড়ি রোডের মাথায় চাঁদপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ ফরিদগঞ্জ উপজেলার রুপসা বাজারস্থ গাবদের গাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও তার সাথে থাকা মুসল্লিদের কাছে জানা যায়, গত তিন দিন আগে নাজমুল হোসাইন ফরিদগঞ্জ থেকে মতলব মুন্সীরহাট এলাকায় তাবলীগ জামাতে যান। শুক্রবার তিনদিনের তাবলীগ জামাতের সফর শেষ করে বাড়ির উদ্দেশ্যে তিনি সাথের এক মুসল্লির মোটরসািকেলে চড়েন। মোটরসাইকেলটি ওয়ারলেস মুন্সিবাড়ির কাছে আসলে অটোবাইকের মুখোমুখি হলে মোটরসাইলটি হার্টব্রেক করলে মোটরসাইকেলের পেছনে বসা নাজমুল হোসাইন বাইক থেকে সড়কে ছিটকে পড়ে। ঠিক ওই সময় তাদের পেছন থেকে আসা একটি সিএনজি স্কুটার সড়কে পড়ে থাকা নাজমুলের গায়ের ওপর দিয়ে চাকা উঠিয়ে দেয়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত রক্তাক্ত জখম হয়।
প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে হাসপাতাল কৃর্তৃপক্ষ বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করলে থানার এস আই বিপ্লব চন্দ্র সাহা সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে যায়।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
: : আপডেট, বাংলাদেশ ৬: ০০ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur