‘‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাাঁচবে’’ এ শ্লোগানে চাঁদপুর পৌর জাতীয় পার্টির আয়োজনে শনিবার (২৩ সেস্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের ৩য় তলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান।
তিনি বলেন, আমরা সকলে পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের সৈনিক। মাঠে সমালোচনা আলোচনা থাকবেই। আগামি কমিটিগুলোতে মহিলা সদস্যদের অন্তভুক্ত করতে হবে। কারণ দেশের ভোটার সংখ্যার অর্ধেকই হল মহিলা। তাই নিজের মধ্যে থাকা সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে দলকে শক্তিশালী করতে ঐক্যের কোন বিকল্প নেই।
পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম মিজির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. মিজানুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন পাটওয়ারী, সদস্য সচিব ইঞ্জি. মো. শওকত আখন্দ আলমগীর।
পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য বিএম মো. নুরুজ্জামান, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক কাইয়ুম খান, সদস্য শাহজাহান মাতাব্বর, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. মহসীন খান, জেলা কৃষক পাটির সাধারণ সম্পাদক আবুল হাসেম দর্জি, কেন্দ্রিয় ছাত্র সমাজের পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ পাটওয়ারী, পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি আবুল হোসেন মিজি, জেলা স্বেচ্ছা সেবক পার্টির আহ্বায়ক শাহ আলম মিজি, পৌর কৃষক পার্টির আহ্বায়ক মিজানুর রহমান গাজী, জেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী প্রমূখ।
মতবিনিময় সভায় মো. আলী সর্দার, রুহল আমিন গাজী, আক্তার মিজি, মাসুদ মিয়া, বিটু ছৈয়াল, জসিম বকাউল, মো. কাশেম গাজী, মো. শাহি খন্দকারসহ প্রায় দেড় শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক
: : আপডেট, বাংলাদেশ ১১ : ০০ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur