প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুর উপকূলে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৪। তবে এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি বা তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি।
কর্মকর্তারা একথা জানিয়েছেন।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৭টা ৯মিনিটে রাজধানী পোর্ট ভিলার ১শ’ ৪৩ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূ-পৃষ্ঠের ২শ’ কিলোমিটার গভীরে আঘাত হানে।
হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্ত্র জানায়, এতে সুনামির কোনো হুমকি নেই।
ভানুয়াতুর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের মুখপাত্র জানান, সেখানে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তিনি এএফপিকে বলেন, ‘এটি একটি শক্তিশালী ভূমিকম্প। তবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠের অনেক গভীরে হওয়ায় এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে।
নিউজ ডেস্ক
: : আপডেট, বাংলাদেশ ১০: ৩০ এএম, ২১ সেপ্টেম্বর, ২০১৭ বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur