প্রথম সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ চলায় ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই তিনদিন ক্যাবল মেরামতের কাজ চলবে, ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা সাময়িক সমস্যার সম্মুখীন হবেন।
এ বিষয়ে সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ম্যানেজিং ডিরেক্টর মনোয়ার হোসেন জানান, ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।
তিনি জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সাবমেরিন ক্যাবল রিপিটারের মেরামত কাজ করা হয়। এজন্য কিছু সময় লাগে। এই তিনদিন ১ হাজার ২৬০ কিলোমিটার লম্বা এসইএ-এমই-ডব্লিউই ৪ ক্যাবল রিপিটার মেরামত করব।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ০৮ : ৩৪ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০১৭ রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur