চাঁদপুরের হাজীগঞ্জে মহিলা জামায়াতের ৮ নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বড়কূল পূর্ব ইউনিয়নের দিগছাইল পাটওয়ারী বাড়িতে বৈঠক করার সময় তাদের আটক করা হয়।
শনিবার সকালে আটকৃত ৮ মহিলার মধ্যে দিগছাইল গ্রামের মাও.আবু জাফরের স্ত্রী ইউনিয়ন মহিলা জামায়াতের সেক্রেটারী শাহানাজ বেগম, মোজাম্মেল হোসেনের স্ত্রী রাবেয়া বেগম ও কচুয়া বরইগাঁও গ্রামের আ.ছালামের স্ত্রী নাছরিন খানকে ৫৪ ধারায় চাঁদপুর কোটে প্রেরণ করে।
মহিলা জামায়াতের বাকী ৫ সদস্যকে অঙ্গীকার নামা রেখে ছেড়ে দেয় পুলিশ।
থানা ও সরেজমিন সৃত্রে জানা যায়, বড়কূল পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দিকী’র স্ত্রী ইউনিয়ন মহিলা জামায়াতের সেক্রেটারী শাহানাজ বেগমের ডাকে দিগছাইল নোয়াবাড়ীর বিল্লাল হোসেনের ঘরে মহিলা জামায়াতের শতাধিক নারী তালিমে বসে।
এ খবর পেয়ে হাজীগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল মান্নান এর নেতৃত্বে এস আই জসিম, মান্নানসহ সঙ্গীয় পোর্স মহিলা জামায়াতের গোপন বৈঠকে হানা দেয়। এ সময় মহিলা জামায়াতের ৮ নারীকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। পরে হাজীগঞ্জ থানায় রাত ৯ টার দিকে তাদেরকে নিয়ে আসলে রাতবর পুলিশের জিজ্ঞাসাবাদ চলে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম চাঁদপুর টাইমসকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মহিলা জামায়াতের বৈঠক চলাকালিন অবস্থায় তাদের আটক করা। তিনটি ইউনিটিতে প্রায় ১৫০ জন মহিলা জামায়াতের কর্মী রয়েছে। এদের মধ্যে তিনজনকে কোটে প্রেরণ করেছি বাকিদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।’
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
: : আপডেট, বাংলাদেশ ১২: ০৩ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ শনিববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur