মেঘনা নদীতে চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে যাত্রীবাহী লঞ্চ থেকে ১ লাখ ৩৩ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে এমভি আওলাদ-৪ থেকে এসব নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়।
কোস্টগার্ড থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মালামালের কোন দাবিদার না পাওয়ায় ও জড়িত কোন ব্যক্তিকে সনাক্ত করতে না পারায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের পক্ষ থেকে জব্দকৃত কারেন্ট জাল ও পলিথিনের আনুমানিক মূল্য ধরা হয় ২৬ লাখ ৬৯ হাজার টাকা।
জব্দকৃত নতুন কারেন্ট জাল মৎস্য কর্মকর্তা ও অবৈধ পলিথিন পরিবেশ অধিদপ্তর এর নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান চাঁদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘দেশের মৎস্য সম্পদ রক্ষার নিমিত্তে অবৈধ কারেন্ট জাল এবং পরিবেশ সুরক্ষার জন্য অবৈধ পলিথিন জব্দ ও ধ্বংসের অভিযান ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড অব্যাহত রাখবে।’
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ ১১: ৫০ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ