চাঁদপুরে মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলা মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পুরাণ বাজার মধুসুদুন হাইস্কুল মাঠে উদ্বোধন করা হয়।
চাঁদপুুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি ও ঢাকা বেনারশি ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের যৌথ আয়োজনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল হাই পি.এ.এ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুনাহার পিপিএম। চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও মো.ইউনুস উল্যাহর পরিচালনার বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী,পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী,চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক সালাউদ্দিন মো.বাবর। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন হাফেজ মো.আবদুল মমিন।
উদ্বোধকের বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল হাই বলেন,‘ব্রান্ডিং জেলা ঘোষণা হওয়ার পর প্রথম বাণিজ্য ও শিল্প মেলা এটি।প্রথম ব্রান্ডিং জেলা হিসেবে চাঁদপুর জেলা বাংলাদেশে স্বীকৃতি পায়। চাঁদপুর নদীভাঙন থেকে রক্ষা পাবেই। আপনারা আতকিংত না হয়ে বাণিজ্য করেন। তথ্য দিয়ে সাংবাদিক সমাজ তাদের লেখনির মাধমে তুলে ধরেছে। মেলায় যেন দেশীয় পণ্য স্থান পায় সে দিকে আয়োজকদের নজর রাখতে হবে। তাহলেই এ মেলার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি।’
পুলিশ সুপার শামসুনাহার পিপিএম বলেন, ‘পুরাণ বাজার বাসীদের জন্যে প্রাপ্য এ মেলা। মেলার স্থান নির্ধারণে ব্যবসা-বাণিজ্যের ঐতিহ্যবাহী এলাকাকে বেছে নেয়া হয়েছে। সে জন্যে মেলার আয়োজকদের আমি ধন্যবাদ জানাই। মাসব্যাপি এ মেলায় আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে নিয়ে মেলায় আসবেন। সুস্থ ধারার সংস্কৃতি বজায় রেখে আয়োজকরা অনুষ্ঠান পরিচালনা করবেন। মেলায় যাতে শৃঙ্খলা বজায় থাকে ও মাসব্যাপি কর্মসূচির পরিসমাপ্তি যেন সুন্দরভাবে ঘটে সে জন্যে সকলের সহযোগিতা কামনা করছি।’
এ সময় নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী,শহীদ পাটওয়ারী,সাধারণ সম্পাদক জিএম শাহিন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী,দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেলায় ৬৭টি স্টল রয়েছে। ১ম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক।
প্রতিবেদক :মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৭: ২০ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৭,মঙ্গরবার
এজি / ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur