কালের বির্বতনে প্রযুক্তির প্রতি অতিমাত্র ঝোঁক থাকায় হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী শৈসবের বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা। শিশুরা এখন খেলা ছেড়ে দিয়ে প্রযুক্তির নানা উদ্ভবের দিকে ঝুঁকছে।
একসময় বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে ছোট, ছোট ছেলে মেয়েরা প্রতিদিন বিকেলে কিংবা দিনের যে কোন সময় গোলাছুট, বউ-ছি, কানামাছি, ডাংগুলি, দরিয়াবান্দা, এক্কাধোক্কা, হা ডু ডু, চোর পুলিশ, লুকোচুরিসহ বিভিন্ন ধরনের খেলা করতো।
কিন্তু যুগের পরির্তনে দীর্ঘ কয়েক বছর ধরে এমন ধরনের কোন গ্রাম্য খেলা খেলতে শহর কিংবা গ্রাম অঞ্চলে সচরাচর চোখে পড়ে না।
রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর হাইমচর উপজেলার নয়াআনি চৌরাস্তা গ্রামের ওয়াপদা রাস্তার পাশে ছোট, ছোট ছেলে মেয়েদের ফুলটোকা খেলা খেলতে দেখা যায়। তারা সবাই ৫ জন করে দু দলে বিবক্ত হয়ে বিভিন্ন ফলের নামে নিজেদের নামকরণ করেন।
তারপর খেলার দলনেতা অন্যদলের একজনের চোখ চেপে ধরে তার পছন্দমত ফলের নামটি ডাকলে সে উঠে গিয়ে চোখধরা শিশুর কপালে আঙুল টোকা দিয়ে নিজের জায়গায় এসে স্বরলিপি পড়তে থাকেন। যার চোখ ধরা হয়েছে সে যদি টোকা দেয়া শিশুর সঠিক নাম না বলতে পারেন, তাহলে ওই শিশু লাফ দিয়ে সামনে এগিয়ে যায়।
এভাবে পর্যায়ক্রমে এগিয়ে চলে তাদের ফুলটোকা খেলা।
এসব শিশুদের মতো যদি বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চলে বাংলার সকল ঐতিহ্যবাহী খেলা নিয়মিত খেলেন, তাহলে বাংলাদেশের বিভিন্ন খেলার ঐতিহ্য ধরে রাখা যেতে পারে মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ ১১: ৪০ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০১৭ রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur