চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ শনিবার (৯ সেপ্টেম্বর) ৩ জনকে আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আহসানুজ্জামান সংগীয় ফোর্সদের সহায়তায় শহরের ওয়্যারলেছ মোড় এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, বিউটি আক্তার (২৫) জিটি রোড এলাকার তাসলিমা আক্তার শিমু (৩৫) ও জামাল হোসেন (৪০) নামের আরো দুইজনকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়।
গোয়েন্দা অফিস সূত্রে জানা যায়, শনিবার ওয়্যারলেছ মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বিউটি আক্তারকে (২৫) ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক জিটি রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাসলিমা আক্তার শিমু (৩৫) ও জামাল হোসেন (৪০) নামের আরো দু’জনকে ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে চাঁদপুর শহর এলাকাসহ ঢাকায় ইয়াবা পাচার করে আসিতেছিল। খুকি বেগমের বিরুদ্ধে চাঁদপুর ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।
প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১০ : ৪৫ পিএম, ০৯ সেপ্টেম্বর, ২০১৭ শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur