চাঁদপুরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার উপ পরিচালক (উপ সচিব) মোহাম্মদ আব্দুল হাই। গতকাল ৬ সেপ্টেম্বর তিনি এ দায়িত্ব পেয়েছেন ।
প্রাপ্ত এক সংবাদে জানা যায়,চাঁদপুরের জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল ১৫ দিনের জন্য আমেরিকা যাবেন । তিনি আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)রওনা হবেন । তাঁর অনুপস্থিতিতে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আব্দুল হাইকে অফিসিয়ালভাবে ভারপ্রাপ্ত চাঁদপুর জেলা প্রশাসক দায়িত্ব দেয়া হয়েছে।।
স্থানীয় সরকার উপ পরিচালক (উপ সচিব) মোহাম্মদ আবদুল হাই ৬ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত চাঁদপুর জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন বলে জেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল হাই বলেন,‘ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পাওয়ায় আমার দায়িত্ব অনেকগুণ বেড়ে গেছে ।
তাই দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা কামনা করছি ।’
প্রতিবেদক:নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৪:৩০ পিএম,৭ সেপ্টেম্বর ২০১৭,বৃহস্পতিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur