Home / জাতীয় / হাইকোর্ট বিভাগে নতুন ৯ বিচারপতি নিয়োগ
মোবাইল ফোনে মামলা পরিচালনার কথা চিন্তা করছে হাইকোর্ট
ছবি : হাইকোর্ট

হাইকোর্ট বিভাগে নতুন ৯ বিচারপতি নিয়োগ

হাইকোর্টে নয়জন নতুন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য তাঁদের নিয়োগ করেছেন রাষ্ট্রপতি।

নতুন বিচারপতিরা হলেন- কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, কাজী জিনাত হক, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নূর উদ্দিন, ড. আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।

২০ অক্টোবর রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন বিচারপতিদের মধ্যে মধ্যে চারজন বিচারক, তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দুজন সুপ্রিম কোর্টের আইনজীবী বলে জানা গেছে।

সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।