সারাদেশ

বিনামূল্যে ২৫ রোগী সেবা পাবে গণস্বাস্থ্য সেন্টারে প্রতিদিন

বিনামূল্যে ২৫ রোগী সেবা পাবে গণস্বাস্থ্য সেন্টারে প্রতিদিন নম্বরে এ সেন্টার চালু হচ্ছে। সেন্টারটি চালু হলে অপেক্ষাকৃত কম খরচে প্রতিদিন ৫ শ’ কিডনি ডায়ালাইসিস রোগী বিশ্বমানের সেবা পাবে।

২৪ ঘন্টা চালু থাকা সেন্টারটিতে প্রতিদিন গড়ে ২৫ দরিদ্র রোগী পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালাইসিস সেবা। বাকি ৩শ ৫০ রোগী পাবেন ১হাজার ১ শ’ টাকায়, ১শ’ ৫০ রোগী পাবেন ১ হাজার ৫ শ‘ টাকায় এবং ধনী বা উচ্চবিত্ত শ্রেণির ৫০ রোগী পাবেন ৩ হাজার টাকায় ডায়ালাইসিস সেবা।

এটি সম্পূর্ণ অলাভজনক সেবা প্রতিষ্ঠান বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা.জাফরউল্লাহ।

শনিবার (৬ মে ) গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে ‘গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের আন্তর্জাতিক মানের সেবাসমূহের সঙ্গে পরিচিত করার জন্য আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা.জাফরউল্লাহ বলেন,দেশের বৃহত্তম কিডনী সেবা কেন্দ্র হবে এটি। সেন্টারটির সঠিকমান নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন আইসিডিডিআরবি ল্যাবরেটরির প্রধান ও মাইক্রোবায়োলজি,সংক্রামক রোগ মেডিসিন-এর অধ্যাপক ডা.মোহাম্মদ মাহবুবুর রহমান। এ ছাড়াও আছেন নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা.মোহাম্মদ আবদুল হামিদ।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৩:০৫ পিএম, ৭ মে ২০১৭, বার
এজি

Share