চাঁদপুরের কচুয়া উপজেলার তুলপাই-দারাশাহী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (অভিভাবক পদে) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে।
৬শ’ ৫০জন ভোটারের মধ্যে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচনে- মোঃ শরীফুল ইসলাম মিয়া, ২শ’ ১৫ ভোট পেয়ে ১ম। মোঃ ইখতেয়ার হোসেন ১শ’ ৮৭ ভোট পেয়ে ২য়। মোঃ আক্তার হোসেন পাটোয়ারী ১শ’ ৭৭ ভোট পেয়ে ৩য় ও মোঃ মকবুল হোসেন ১শ’ ৭৫ ভোট পেয়ে ৪র্থ স্থান লাভ করেন। তাছাড়া তাজুল ইসলাম মেম্বার ১শ’ ৭৪, বিশ্বনাথ ১শ’ ৭২, আলমগীর হোসেন ১শ’ ০১ ও মোঃ মামুন ৩৪ ভোট পেয়ে পরাজিত হন।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন- কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান। নির্বাচনে পরিদর্শন করেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটোয়ারী।
নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন, কচুয়া থানার এসআই মোঃ মোবারক হোসেন ও এএসআই শাহীনসহ পুলিশ সদস্যবৃন্দ।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ১: ০ এএম, ০৬ মার্চ ২০১৭, মঙ্গলবার
ডিএইচ