সারাদেশ

কচুয়ায় অধ্যক্ষ আবুল হাছানাতের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

কচুয়ার সাবেক সংসদ সদস্য ও চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম আলহাজ্ব আবুল হাছানাত এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার ৯ অক্টোবর ।

এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। আগামি শুক্রবার (১৮ অক্টোম্বর) মরহুমের পরিবারের আয়োজনে নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

কচুয়ার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা,সাবেক সাংসদ ও অধ্যক্ষ আবুল হাছানাত ১৯৪৩ সালের ১৯ আগষ্ট জন্ম গ্রহণ করেন। ১৯৭৪ সালে প্রভাষক হিসেবে কচুয়া বঙ্গবন্ধু কলেজে যোগদান করেন। ১৯৭৮ সালে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করে ২০০৮ সালের ১৮ আগষ্ট এ কলেজ থেকে অবসরে যান এবং ২০১৩ সালের ৮ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।

তিনি নিজ গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা শেষ করে কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, সিলেট এম.সি কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে ১৯৭০ সালে অনার্স ও ১৯৭২ সালে মাস্টার্স পাস করেন।

রাজশাহী বিশ^বিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন এর রাজনীতি দিয়ে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শুরু হয়।

মৃত্যু কালে তিনি ২ ছেলে, ৫ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। কচুয়ার সর্ব মহলের নিকট তার রয়েছে অধিক জনপ্রিয়তা ও তিনি অধ্যক্ষ আবুল হাসানাত নামে মানুষের ব্যাপক পরিচিতি ছিলেন।

জিসান আহমেদ নান্নু , ৭ অক্টোবর, ২০১৯

Share