ক্রীড়া মাস উদযাপনে মতবিনিময় সভা রোববার (২৫ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল ।
তিনি তার বক্তব্যে বলেন, ‘খেলাধুলার প্রতি তরুণরা যেন আরো বেশি মনোযোগী হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তরুণরা খেলাধুলার মাধ্যমে চাঁদপুরকে একটি আদর্শ জেলা হিসেবে পরিচিত করতে যেন পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
আমরা যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে ব্যস্ত রাখতে চাই । তা’ হলে তারা অন্যায় কাজ থেকে বিরত থাকবে। যুবকেরা যাতে সমাজের ভালো কাজে এগিয়ে আসতে পারে সে জন্য খেলাধুলার প্রতি সকলকে মনোযোগী হতে হবে।’
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্ম্দ শাহাদাৎ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু,এশিয়া ব্যাংকের কর্মকর্তা সঞ্জয় সাহা,চাঁদপুর চেম্বার অব কর্মাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সম্মনয়কারী আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম ,সভাপতি ও জেলা ক্রীড়া সম্মনয়কারী সুভাষ রায় প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৮:৪৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur