চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ‘ দ্বিতীয় ধাপ’র নিয়োগ পরীক্ষার শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুরের ২৮ কেন্দ্রে ৩৯৪ টি কক্ষে ২৩,৬২৯ জন পরীক্ষার্থী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নিয়েছে ১৭,৩৫৭ জন। অনুপস্থিত ছিলেন ৬,২৭২ জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস শনিবার (১ জুন) বিকেলে চাঁদপুর টাইমসকে জানান।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ‘দ্বিতীয় ধাপে’ শুক্রবার (৩১ মে) সকাল ১০ টায় চাঁদপুর সদরের ২৮ টি সরকারি-বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসার ৩৯৪ টি কক্ষে এ পরীক্ষা হয়।
এদিকে চাঁদপুরের ‘প্রথম ধাপে’ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগের শুক্রবার (২৪ মে) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছিল। এতে ১৫,৬১৫ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ৬,৮৪৯ জন প্রার্থী অনুপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মতে, চাঁদপুর সদরের ২৭ টি সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা কেন্দ্রের ৩৭৪ টি কক্ষে এমসিকিউ নম্বর ৮০ এর প্রশ্নে পরীক্ষার পরীক্ষার্থীদের হয়েছিল। জেলা প্রশাসন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্যে কেন্দ্র এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
প্রসঙ্গত,চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ের‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮’পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৬ হাজার ৯১ জন।এতে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০ হাজার ৯শ৭০ জন। অনুপস্থিত ছিল ১৫ হাজার ১শ ২১ জন। তবে কোন উপজেলার কত প্রার্থী অনুপস্থিত ছিলেন তা প্রাথমিক শিক্ষা অফিস জানাতে পারেনি।
মে ২০১৯ পর্যন্ত চাঁদপুরের ১ হাজার ১শ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদের সংখ্যা রয়েছে ২ শ ৪০ জন। তবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত শূন্য পদের সংখ্যা আরো বিভিন্ন কারণে বৃদ্ধি পেতে পারে বলে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছেন। এতে সরকারি বিধি মতে ৬০% মহিলাই নিয়োগ পাবেন।
প্রতিবেদক:আবদুল গনি
১ জুন ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur