চাঁদপুর

চাঁদপুরে চলতিবছর ২০৩ কোটি টাকার সড়ক জনপদের ৫ প্রকল্প চলমান

চাঁদপুরে ২০১৮-২০১৯ বছরে সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নকৃত ২০১৯-২০২০ বছর ২০৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৫টি বড় আকারের প্রকল্প বাস্তবায়ন চলমান রয়েছে। চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ (১৬ জুলাই) চাঁদপুর টাইমসকে বিষয়টি জানান ।

প্রাপ্ত তথ্য মতে, সড়ক ও জনপথ বিভাগ চাঁদপুর গৌরিপুর-কচুয়া-হাজীগঞ্জ সড়ক শীর্ষক প্রকল্পের অধীন ৪৯ কোটি ২২ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে। এর কাজ ২০১৮-১৯ সাল পর্যন্ত ১৮ কি.মি কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে । যার হার ৮৫ % ।

৪৯ কোটি ৭০ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে দোয়াভাঙ্গা-শাহারাস্তি- পানিওয়ালা (রামগঞ্জ) মহাসড়কের মান ও প্রশস্থতায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের অধীন বাস্তবায়িত হবে। এর কাজ ২০১৯- ২০ সালে ১৫.৭২ কি.মি কাজ সম্পন্ন হবে । ২০১৮-১৯ বছরে ৩৪% কাজ সম্পন্ন হয়েছে ।

মতলব ধনাগোদা বেড়িবাঁধের মান ও প্রশস্থতায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের অধীন ২৬ কি.মি সড়কের কাজ সম্পন্ন হবে। এর কাজ ২০১৯-২০ সালে ৯৮% কাজ সম্পন্ন হয়েছে। চাটখিল-চিতোষী-শাহারাস্তি সড়কের কাজ ২০১৮-১৯ সালের জুনে ৮৬ % সম্পন্ন হয়েছে। এতে প্রাক্কলিত ব্যয নির্ধারণ রয়েছে ৪২ কোটি ৪৫ লাখ ৮১ হাজার টাকা ।

মুদাফ্ফরগঞ্জ-চিতোষী-রামগঞ্জ সড়কের কাজ ২০১৮-১৯ অর্থবছরে ৮৫ % সম্পন্ন হয়েছে । এতে ৮ কি.মি সড়কের কাজের প্রাক্কলিত ব্যয় নির্ধরিত রয়েছে ২২ কোটি ১৭ লাখ ৭৮ হাজার টাকা।

প্রতিবেদক : আবদুল গনি
১৭ জুলাই ২০১৯

Share