Home / চাঁদপুর / হরিণা নৌ-পুলিশের অভিযানে ৭ জেলে আটক
current net
ছবিটি সংগৃহীত

হরিণা নৌ-পুলিশের অভিযানে ৭ জেলে আটক

মা ইলিশ রক্ষায় চাঁদপুর হরিণা নৌ-পুলিশ অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করেছে। এ সময় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল,১টি নৌকা ও ৮০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

রোববার ১৯ অক্টোবর সকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়া ও হানারচর এলাকাসহ মেঘনা নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর হরিণা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসনাত জামান।

আটককৃতরা হলো : দোকানঘর গ্রামের আরিফুল ছৈয়াল (২০), রুহুল আমিন (২০), শাহাজালাল (২০), উত্তর গোবিন্দীয়ার ফারুক দেওয়ান (৩০),শরিয়তপুর জেলার লক্ষ্মীপুর গ্রামের আল আমিন চকিদার (৩০), মোবারক চকিদার (১৪) এবং বেড়াচাকি গ্রামের নাসির সর্দার (২০)।

পরে রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক আটককৃতদের মধ্যে ৬ জনকে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এদের মধ্যে মোবারক চকিদারের বয়স কম হওয়ায় তার বয়সকে বিবেচনা করে ৫ হাজার টাকা অর্থদন্ড এবং মুছলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

অভিযানে জব্দকৃত ১ লাখ মিটার কারেন্ট জাল নৌ-পুলিশ পুড়িয়ে দিয়ে বিনষ্ট করে। এবং ৮০ কেজি ইলিশ কোল্ডস্টোরজে নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি বলেন,‘মা ইলিশ রক্ষায় জেলা ও উপজেলা টাস্কফোর্স দিন ও রাতে অভিযান অব্যাহত রেখেছেন। আইন অমান্যকারী জেলেদের পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে ।

কবির হোসেন মিজি , ১৯ অক্টোবর ২০১৯