Home / সারাদেশ / ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রতি আসনে প্রতিযোগী ৩৯ জন
DU Dhaka University
ফাইল ছবি

ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রতি আসনে প্রতিযোগী ৩৯ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঁচটি ইউনিটে ৭ হাজার ১১৮টি আসনের বিপরীতে ২ লাখ ৭৬ হাজার ৩৯১ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করেছেন। এ হিসাবে পাঁচটি ইউনিটের প্রতি আসনের বিপরীতে ৩৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও কেন্দ্রিয় ভর্তি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ‘ক’ ইউনিটের ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে ৮৮ হাজার ৯৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ‘খ’ ইউনিটের ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৫ হাজার ৩ জন, ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৮ হাজার ৯৫৮ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৬০ আসনের বিপরীতে ৯৭ হাজার ৪৬৪ জন এবং ‘চ’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে লড়বেন ১৫ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা আগামি ১৩ সেপ্টেম্বর গ ইউনিট দিয়ে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর চ ইউনিটের অঙ্কন পরীক্ষার মাধ্যমে শেষ হবে। আগামি ১৪ সেপ্টেম্বর চ ইউনিটের সাধারণ জ্ঞান, ২০ সেপ্টেম্বর ক ইউনিট, ২১ সেপ্টেম্বর খ ইউনিট ও ২৭ সেপ্টেম্বর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নৈর্ব্যক্তিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও দিতে হবে ভর্তিচ্ছুদের। ১২০ নম্বরের মধ্যে এমসিকিউয়ের জন্য থাকছে ৭৫ নম্বর, লিখিত পরীক্ষার জন্য ৪৫ নম্বর। এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় ধরা হয়েছে।

পরীক্ষার্থীরা ‘ক’, ‘খ’, ও ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে ৩ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ আগস্ট বিকাল ৩ টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ৫ আগস্ট উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন।

বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৬, ২০১৯
এজি