কচুয়া

কচুয়ায় মন্দিরে হামলার মামলায় গ্রেফতার ১

চাঁদপুরের কচুয়ার জাগির গ্রামের গোপালের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় হামলা, ভাংচুর ও লক্ষ্মী প্রতিমা ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গ্রামের দিলিপ সরকার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও ৮-১০ জনকে অজ্ঞাত আসামী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং-১০।

মামলার প্রেক্ষিতে পুলিশ মতলব দক্ষিণ উপজেলার ঘোরাধারি গ্রামের আলআমিন মিয়াজীর ছেলে ফয়সাল মিয়াজী (২২) কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার রাতে জাগির গোপাল কৃষ্ণের বাড়িতে লক্ষ্মী পূজায় পাশ্ববর্তী মতলব দক্ষিণ উপজেলার টেমাই শিবপুর ও ঘোরাধারী গ্রামের ২০-২৫ জন যুবক মন্দিরে এসে নাচ গানের চেষ্টা করে।

এ সময় হিন্দু লোকজন বারণ করলে তারা উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়ে। ঘটনার দু’দিন পর বৃহস্পতিবার প্রভাত সরকারের ছেলে বিপ্লব সরকার তার নিজ বাড়ি হতে নারায়ণপুর বাজারের উদ্দেশ্য রওনা দিলে ঘোরাধারী এলাকায় তাকে কিছু যুবক আটক করে।

পরে খবর পেয়ে বিপ্লবের আত্মীয় স্বজন তাকে ঘোরাধারি থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে ওই দিন সন্ধ্যায় ঘোরাধারি ও টেমাই শিবপুর গ্রামের কিছু যুবক জাগির গ্রামে এসে মন্দিরে হামলা করে প্রতিমা ভাংচুর এবং ওই বাড়ির সুকুমার,রঞ্জিত,সঞ্জিতের ঘরের কিছু অংশ ও দুলাল চন্দ্র ভৌমিকের দোকান ভাংচুর করে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করে।

খবর পেয়ে তাৎক্ষণিক কচুয়া থানার ওসি অলিউল্যাহসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ দিকে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাংচুরের খবর পেয়ে শুক্রবার চাঁদপুরের পুলিশ সুপার মো.মাহবুবুর রহমান ও কচুয়া সার্কেল শেখ মো.রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

জিসান আহমেদ নান্নু , ১৯ াক্টোবর ২০১৯

Share