Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক
3-years

ফরিদগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

ফরিদগঞ্জে শুক্রবার রাতে নুর মোহাম্মদ(৪০) নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ । ফরিদগঞ্জ উপজেলার উ: বদরপুর গ্রাম থেকে নুর মোহাম্মদকে আটকের পর শনিবারে চাঁদপুর আদালতে পাঠায় পুলিশ।

ফরিদগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা গেছে, উ: বদরপুর গ্রামের মো: শাহাজান খলিফার ছেলে নুর মোহাম্মদ সি.আর ২১৬/১২ মামলার আসামী ছিল। ওই মামলায় ২০১৬ সালে চাঁদপুরের বিজ্ঞ সিনি: জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতের বিচারক তাকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এরপর দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার রাতে ফরিদগঞ্জ থানার এএসআই মঞ্জুর আলম উ: বদরপুর গ্রাম থেকে নুর মোহাম্মদকে আটক করতে সক্ষম হয়।

ফরিদগঞ্জ থানার ওসি মো: আব্দুর রকিব নুর মোহাম্মদকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদক- শিমুল হাছান, ১০ জুলাই ২০১৯