কুমিল্লায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩শতাধিক পাসপোর্ট, বিপুল পরিমাণ নকল সীল, ভূয়া চেয়ারম্যান সার্টিফিকেট ও জন্ম সনদ উদ্ধার করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর ইউনিয়নের নোয়াপাড়া পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয় ।
জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিন আরা ও র্যাব-১১,সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার প্রণোব কুমারের নেতৃত্বে র্যাব চারটি প্রতিষ্ঠানে ঔ অভিযান চালায়।
এসময় আটক করা হয় ৮ জনকে। এর মধ্যে জাকির হোসেন নামে একজন অনার্স পরীক্ষার্থী হওয়ায় ২ লাখ টাকা জরিমানা করা হয় । বাকি ৬ জনকে ১৫ দিন করে কারাদন্ড এবং ১ জনের কাছে নকল সার্টিফিকেট থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । এর মধ্যে একজন পলাতক রয়েছে।
জাহাঙ্গীর আলম ইমরুল , ২৯ আগস্ট ২০১৯