ফরিদগঞ্জ পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১ মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৪ আসামীকে আটক করে । আটকৃতরা হলেন-মো.রহমত,মো.আলী আকবর, মো.কফিল উদ্দিন, মো. ইসমাইল হোসেন ও সৈয়দ আহমেদ কারী।
মাধক ব্যবসায়ী মো.রহমত (২২)কে ৩২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। বুধবার ২ অক্টোবর কাউনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন এসআই আনিসুর রহমান ও এএসআই মঞ্জুর আলম।
এ দিকে ফরিদগঞ্জ থানা পুলিশের অপর অভিযানে জিআর মামলার ৩ আসামীকে গ্রেফতার করা হয়।
বুধবার ২ অক্টোবর ফরিদগঞ্জ থানার অপিচার ইনচার্জ আব্দুর রকিবের নির্দেশে এএসআই ইলিয়াছ উদ্দিন,গোলাম রসুল,রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলার রূপসা ও কাছিয়ারা গ্রাম থেকে জিআর ১২৯/১৬ মামলার আসামী বদিউজ্জামানপুরের মো. আলী আকবর, রুস্তমপুরের মো. কফিল উদ্দিন ও কাছিয়ারা গ্রামের মো.ইসমাইল হোসেন কে গ্রেফতার করে।
এদিকে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে বিভিন্ন অপরাধে ৩ মামলায় সাজাপ্রাপ্ত আসামী সৈয়দ আহমেদ কারীকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বুধবার রাত ৮টায় চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
সৈয়দ আহমেদ কারীর্ ফরিদগঞ্জের বালিথুবা ইউনিয়নের সকদিরামপুর গ্রামের ছেলে।
ফরিদগঞ্জ থানার অপিসার ইনচার্জ আব্দুর রকিব জানায়,গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর আদালত ৩টি মামলায় সাজা রয়েছে। মামলা গুলো সিআর ১৭২/১৫ এক বছরের কারাদন্ড, সিআর ৭০/১৫ এক বছরের সশ্রম কারাদন্ড, সিআর ১১৩১/১৪ এক বছরের সশ্রম কারাদন্ড ও ১৫ লাখ টাকা অর্থন্ডদ এবং অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড।
মো.শিমুল হাছান, ৩ অক্টোবর , ২০১৯