ফেন্সি হত্যার বিচারের দাবিতে জেলা ম‌হিলা আওয়ামী লী‌গের মানববন্ধন

চাঁদপুর জেলা ম‌হিলা আওয়ামী লী‌গের সা‌বেক সভা‌নেত্রী ও কেন্দ্রীয় ক‌মি‌টির সদস্য, ফ‌রিদগঞ্জ উপ‌জেলার গল্লাক ক‌লে‌জের অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সী’র হত্যাকারী‌দের বিচা‌রের দাবী‌তে মানববন্ধন ক‌রে‌ছে চাঁদপুর জেলা ম‌হিলা আওয়ামী লী‌গ।

২৭ ফেব্রুয়া‌রি রোববার সকাল ১১টায় শহ‌রের শপথ চত্ত্বর এলাকায় মানববন্ধন কর্মসূ‌চি‌তে সভাপ‌তিত্ব ক‌রেন জেলা ম‌হিলা আওয়ামী লী‌গের সভা‌পতি অধ্যাপিকা মাসুদা নূ‌র খান।

কর্মসূ‌চি‌তে বক্তারা ব‌লেন, আজ‌কে প্রতিষ্ঠাবা‌র্ষিকীর দিনেও আমা‌দের নেত্রীর হত্যার বিচা‌রের দাবী‌তে রাস্তায় নাম‌তে হ‌য়ে‌ছে। এত‌দিন প‌রেরও খুনের বিচার হয়নি। শুধু তাই নয়, এখ‌নো প্রধান খুনী প্রকা‌শ্যে ঘু‌রে বেড়াচ্ছে। আমরা সরকারের কা‌ছে দাবী জানা‌চ্ছি, এ নৃশংস খু‌নের বিচার দ্রুত বাস্তবায়ন করা হউক।

এসময় জেলা প‌রিষদ সদস্য ও জেলা ম‌হিলা আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি আয়শা রহমান লিলি, কাউ‌ন্সিলর আয়শা রহমান, সদর উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান আ‌বিদা সুলতান, সদর উপ‌জেলার ম‌হিলা আওয়ামী লী‌গের সভাপ‌তি শা‌হিদা বেগম, পৌর ম‌হিলা আওয়ামীলেী‌গের সভাপ‌তি শিপ্রা দাস, সাধারণ সম্পাদক ও কাউ‌ন্সিলর খা‌লেদা খানম, ম‌হিলা আওয়ামী লীগ নেত্রী আয়শা হাসান শ‌্যামলী, কা‌নিজ ফা‌তেমা ক‌বিতা, তপতী করসহ জেলা, উপ‌জেলা, পৌর ও ওয়া‌র্ডের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

উ‌ল্লেখ্য, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী ও ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি ২০১৮ সালের ৪ জুন রাত সাড়ে ৭টা থেকে ১০টার মধ্যে দুবৃর্ত্তের হা‌তে খুন হন। চাঁদপুর শহরের ষোলঘর এলাকার শেখ বাড়ি রোডস্থ নিজ বাসার ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ফেন্সির স্বামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম, দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে ওইদিন রাতেই গ্রেফতার করে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,২৭ ফেব্রুয়ারি ২০২২

Share