আগামী ৩১ মার্চ চাঁদপুর জেলার হাইমচর ব্যতিত ৭টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। মেয়াদ এখনো শেষ না হওয়ায় এ ধাপে হাইমচর উপজেলা নির্বাচন হচ্ছে না।
নির্বাচনে অন্যান্য দলের প্রকাশ্যে কোনো কার্যক্রম দেখা না গেলেও বাংলাদেশ আওয়ামী লীগ এবারও তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রেরণ করার জন্য বলা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ এবারও উপজেলায় বিশেষ বর্ধিত সভার মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রেরণ করেছেন। সেই নির্দেশের প্রেক্ষিতে চাঁদপুর জেলার ৭টি উপজেলার তৃণমূল থেকে প্রাপ্ত সম্ভাব্য ২৩ প্রার্থীর নামের তালিকা চাঁদপুর জেলা আওয়ামী লীগ থেকে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে বলে ঢাকা দলীয় বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়।
এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার অনুমোদন পেছেছেন এবং ইতিমধ্যে সংগ্রহ করে জমা দিয়েছেন বলে জানাগেছে। এছাড়া কচুয়া উপজেলায় ৩ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৬ জন, হাজীগঞ্জ উপজেলায় ৩ জন, শাহরাস্তি উপজেলায় ৩জন, মতলব উত্তর উপজেলায় ৪ জন ও মতলব দক্ষিণ উপজেলায় ৩ জন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা হলো ঃ চাঁদপুর সদর উপজেলায় চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া ও জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক নূরুল ইসলাম নাজিম দেওয়ান।
ফরিদগঞ্জ উপজেলার তালিকা প্রেরণকৃত ৬জন সম্ভাব্য প্রার্থী হচ্ছেন-ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু সায়েদ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা তোফায়েল আহম্মেদ ভূঁইয়া, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আমির আজম রেজা ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাসেম (কন্ট্রাকটর)।
মতলব উত্তর উপজেলার তালিকা প্রেরণকৃত সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন-মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু ও জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মোক্তার হোসেন।
মতলব দক্ষিণ উপজেলার তালিকা প্রেরণকৃত সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম গিয়াস উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ.এম কবির আহম্মেদ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার।
শাহরাস্তি উপজেলার তালিকা প্রেরণকৃত সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্লাহ চৌধুরী, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু ও শাহরাস্তি উপজেলা পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু।
হাজীগঞ্জ উপজেলার তালিকা প্রেরণকৃত সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাইনুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলাল মিয়াজী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার।
কচুয়া উপজেলার তালিকা প্রেরণকৃত সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী ও বর্তমাণ ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন।
স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি, ২০১৯