চাঁদপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঐতিহ্য ও সাফল্যের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুর জেলা যুবলীগের আয়োজনে পতাকা উত্তোলন ও শ্রদ্ধাঞ্জলিৃ অর্পণ করা হয়েছে।

সকাল ৮টার দিকে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান টুটুল ও যুগ্ম-আহবায়ক পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির নেতৃত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহবায়ক ও কাউন্সিলার আব্দুল মালেক শেখ, যুগ্ম-আহবায়ক ও কাউন্সিলার সফিকুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য মুকবুল হোসেন মিয়াজী, ওহাদুর রহমান বাবু, জাহাঙ্গীর হোসেন বেপারী, নজরুল ইসলাম বাদলসহ জেলা, সদর, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আজ চাঁদপুর সদর ঊপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দলীয় কর্মসূচী সংক্ষিপ্ত করা হয়।

স্টাফ রিপোর্টার

Share