উপজেলা সংবাদ

ফরিদগঞ্জে যুবদল নেতাকর্মীদের যুবলীগে যোগদান

আনোয়ারুল হক :
রোববার ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন তপদারের উদ্যোগে ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সহযোগিতায় মূলপাড়া কারিগরি বাণিজ্য কলেজ মিলনায়তনে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নূরে আলম কালু মিয়াজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহসিন তপদারের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শহীদ উল্যাহ তপদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২নং বালিথুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম হারুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রফিক তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের মাস্টার, সহ-সভাপতি আবু তাহের মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন মাস্টার, ১নং ওয়ার্ড ইউপি সদস্য ডাঃ মোঃ হোসেন, যুবলীগ যুগ্ম সম্পাদক আব্দুল ছাত্তার, বাহাউদ্দিন বাবলু, যুবলীগ নেতা আরিফুর রহমান, হুমায়ুন কবির, কামাল উদ্দিন শিপন, ইউনুছু খান প্রমুখ।

মিলাদ মাহফিলের পূর্বে বিএনপি যুবদল থেকে জহির তালুকদার ও হান্নান তালুকদারের নেতৃত্বে ২০/২৫ জন নেতা-কর্মী প্রধান অতিথি, বিশেষ অতিথি ও যুবলীগ সম্পাদকের হাতে হাত রেখে যুবলীগে যোগদান করে।

মিলাদ মাহফিল অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ নূরুল ইসলাম।

আপডেট :   বাংলাদেশ সময় : ১১:০৭ অপরাহ্ন, ২৭ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, রোববার ১২ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share