উপজেলা সংবাদ

হাজীগঞ্জে ছাগলের গর্ভ থেকে ৮টি বাছুরের জন্ম

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ (চাঁদপুর) :

অবিশ্বাস্য হলেও সত্য, হাজীগঞ্জে একটি দেশীয় জাতের ছাগল ৮টি বাছুর জন্ম দিয়ে রেকর্ড সৃষ্টি করেছে।

দেখা গেছে একটি ছাগল সর্বোচ্চ ৪/৫টি পর্যন্ত বাছুর জন্ম দিলেও এবারেই প্রথম যে কি-না ৮টি বাছুর জন্ম নিয়েছে।

এমন খবরের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের জাঁকনি আনোয়ার খান বাড়ির কৃষক মনির মিয়ার ঘরে।

মনির মিয়ার স্ত্রী সুলতানা রাজিয়া জানান, ‘গত ১১ দিন পূর্বে আমাদের একটি ছাগলের গর্ভে ৮টি বাছুর জন্ম নেয়। এর আগে এ ছাগল গত বছর ৩টি বাছুর জন্ম দিয়েছে। বর্তমানে ছাগলের ৮টি বাছুরই ভালো আছে।’ তবে ছাগলের দুধ দিয়ে সব বাছুরের পেট ভরানো সম্ভব নয়। যে কারণে পাশাপাশি ফিডারের মাধ্যমে গরুর দুধ খাওয়াচ্ছেন বলে সুলতানা রাজিয়া জানান।

তিনি আরো জানান, ‘এরই মধ্যে গ্রামের পশু ডাক্তারের সাথে যোগাযোগ করেছি, কেননা বাছুরের এমন অবস্থায় তাকে বাঁচানো কষ্টকর হয়ে যাবে।’

এ খবর শুনে গ্রামের ইউপি সদস্য নেছার আহমেদ ছাগলের বাচ্চাদের খোঁজখবর রাখছেন এবং পশু ডাক্তারের পরার্মশে কৃষক পরিবারকে বাছুরদের চিকিৎসা ও যত্ন নিতেও তাগিদ দেন।

আপডেট:   বাংলাদেশ সময়  ০৯:০৭ অপরাহ্ন, ২২ জুন ২০১৫, সোমবার

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share