ফরিদগঞ্জ

এখনও ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ফরিদগঞ্জের সাবেক এমপি

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী এলাকায় মোট ১০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভুইয়া। এছাড়া আরও ৬টি প্রতিষ্ঠানে ভুইয়া পরিবারের সদস্যরাই সভাপতির দায়িত্ব পালন করছেন।

সোমবার জাতীয় সংসদে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, ফরিদগঞ্জ এলাকায় ৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৪২টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি স্কুল অ্যান্ড কলেজ, ১টি ইন্টারমিডিয়েট কলেজ, ৩টি ডিগ্রি কলেজ ও ১টি কারিগরি ও বাণিজ্য কলেজ, ২৪টি দাখিল মাদরাসা, ১৩টি আলিম মাদরাসা, ১৩টি ফাজিল মাদরাসা, ১টি কামিল মাদরাসাসহ মোট ১০৬টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

যার মধ্যে ড. মোহাম্মদ শামছুল হক ভুইয়া একাই ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে আছেন বলেও জানান তিনি। এছাড়া শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সংসদে দেয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতির নামের তালিকা বিশ্লেষণ করে একই তথ্য পাওয়া যায়।(জাগো নিউজ)

বার্তা কক্ষ
৫ মার্চ,২০১৯

Share