জাতীয়

পাক হ্যাকার কর্তৃক জাতীয় সংসদের ওয়েব সাইট হ্যাক

‎Sunday, ‎10 ‎May, ‎2015  9:45:11 PM

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা :

জাতীয় সংসদের ওয়েবসাইট হ্যাক করা হলেও অল্প সময়ের মধ্যে তা আগের অবস্থায় ফিরে এসেছে।

রোববার রাত সাড়ে ৮টার কিছু সময় পর সংসদের ওয়েবসাইটে (www.parliament.gov.bd) ঢোকার পর দেখা যায়, ‘পাক সাইবার ‘পাইরেটস’ নামে একটি গ্রুপ এটি হ্যাক করেছে।

বাংলাদেশের সংসদ সদস্যদের ‘সালাম’ জানিয়ে সেখানে লেখা ছিল, “বাংলাদেশের হ্যাকাররা পাকিস্তানের সাইবার স্পেসে তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। আমরা তাদের সতর্ক করলেও তারা একই কাজ অব্যাহত রেখেছে।”

বাংলাদেশি হ্যাকারদের তৎপরতা বন্ধ করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানায় হ্যাকাররা। তা না হলে ভবিষ্যতে বাংলাদেশের সাইবার স্পেসেও এই ধরনের হামলা চলবে বলে হুমকি দেওয়া হয়।

তবে রাত পৌনে ৯ টার দিকে সংসদের ওয়েবসাইটটি সচল দেখা যায়।

চাঁদপুর টাইমস- এএস/ডিএইচ-২০১৫ইং।

Share