চাঁদপুর

চাঁদপুরে গণফোরামের আয়োজনে স্বাধীনতা দিবস পালন

চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিভিন্ন কর্মসূচী পালন করেছে জেলা গনফোরাম। সোমবার (২৬ মার্চ) সকালে অঙ্গীকার পাদদেশে জেলা গনফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবরের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। বিকেলে শহরের জেএম সেনগ্রæপ্ত রোডস্থ’ জেলা গনফোরামের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা গনফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হলেও আমরা এখনও স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারিনি । কারন আমাদের এ দেশে এখন ও অর্থনৈতিক মুক্তি ও গনতন্ত্রের প্রতিষ্ঠা হয়নি। গনতান্ত্রিক রাজনিতি না থাকার কারনে দেশ আজ সংকটময় অবস্থায় রয়েছে। উন্নয়নশীল দেশের স্বার্থে মূল্যবোধ আমাদের বেশী প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘এ দেশে এখন গনতান্ত্রিক রাজনিতি ও মানুষের ভোটের অধিবকার প্রয়োজন । নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন। যাতে করে মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। সে জন্যে সারাদেশের জনগনকে গনফোরাম আহবান জানাচ্ছে তারা যেনো তাদের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য প্রস্তুত থাকে।’

জেলা গনফোরামের সাধারন সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সভায় অনন্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম দাদন, শহর কমিটির সভাপতি মোঃ আবুল খায়ের, সহ-সাধারন সম্পাদক আবুল কাশেম মিলন, শ্রমিক গনফোরামের সভাপতি আলী আশ^াদ গাজী, সাধারন সম্পাদক মোঃ শহীদ বকাউল, যুব গনফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর খান, ৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক জাকির হোসেন, গনফোরাম নেতা মকবুল খান প্রমুখ ।

প্রতিবেদক : করেসপন্ডেন্ট

Share