চাঁদপুর

চাঁদপুরে ১১ দিনে অনাকাঙ্খিত ১৫ লাশ

চাঁদপুরের বিভিন্ন উপজেলায় গত ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত এগারো দিনে হত্যা, সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে, এডিস মশার কামড়সহ অনাকাঙ্খিত ঘটনায় ১৫ জন লাশ হয়েছে।

মোবাইলের জন্য মাথা বিছিন্ন করলো বন্ধু- গত ১৯ আগস্ট সোমবার দুপুরে সোহেল রানা (১৭) এর মস্তকবিহীন লাশ পরিত্যক্ত নতুন বাড়ি সংলগ্ন পুকুর পাড় থেকে উদ্ধার করে পুলিশ। তাদের বাড়ি উপজেলার জেলার মতলব দক্ষিণ উপজেলার উত্তর পেয়ারীখোলা গ্রামে।

তার পিতার নাম জমির হোসেন তালুকদার ও মাতা সামছুন্নাহার। মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নন্দীখোলা সিনিয়র ফাযিল মাদ্রাসার ছাত্র সোহেল রানা হত্যা মামলায় বন্ধু ফরহাদ হোসেন খলু (১৮) কে ২০ আগস্ট মঙ্গলবার আটক করেছে পুলিশ। আটককৃত বন্ধু ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিহত সোহেলের মস্তক উদ্ধার করা হয়। তার কাছে থাকা একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন সেটের জন্যে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানায় পুলিশ।

দ্বিতীয় স্বামীর বেধম প্রহারে সুমির মৃত্যু- হাজীগঞ্জ উপজেলার পৌর এলাকার কংগাইশ গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে সুমি আক্তার (২৫) দ্বিতীয় স্বামীর নির্যাতনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ বিষয়ে চাঁদপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, তারা বিয়ের পর চাঁদপুর সদরের বাবুরহাটে ভাড়া বাসায় উঠে। গত শুক্রবার দ্বিতীয় স্বামী মাসুদ তাকে বাবুরহাটের বাসায় রেখে প্রহার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সুখীর সুখ সইলো না চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গোপনে এক কলেজছাত্রীর গোসলের দৃশ্য ধারণ করায় রাগে ক্ষোভে ওই ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে এ নিয়ে হাসান পাটওয়ারী (২২) বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শাহরাস্তি থানায় মামলা দায়ের করা হয়।

সে পলাতক রয়েছে। গত ১১ আগস্ট শাহরাস্তি উপজেলাধীন টামটা দক্ষিণ দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রীর নাম জান্নাতুল নাঈম ওরফে সুখী (২১)। জান্নাত রাড়া গ্রামের পাটওয়ারী বাড়ির মুশিউর রহমান পাটওয়ারীর মেয়ে। সে চাঁদপুর সরকারি কলেজে অনার্স ২য় বর্ষের অধ্যায়নরত ছাত্রী ছিলেন।

সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
শাহরাস্তি বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল কাশেমের বড় ছেলে সাখাওয়াত হোসেন সুজন (২৪) দুর্ঘটনায় নিহত হয়েছে। সে টাঙ্গাইল জেলার মির্জাগঞ্জে একটি সুতার কারখানায় দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ আগস্ট ঢাকার বনশ্রী ফরাজী হাসপাতালে মারা যায়।

১৮ আগস্ট রোববার বিকালে মতলব উত্তরে চলন্ত মটরসাইকেলের ধাক্কায় সুধীর চন্দ্র দাস (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। উপজেলার সটাকী-ষাটনল বেড়িবাঁধ সড়কের উপর এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ফতুয়াকান্দি গ্রামের আমিন উদ্দিনের ছেলে আরমান (১৫) ও একই গ্রামের আবু সুফিয়ানের ছেলে নাজমুল (২৩) গুরুতর আহত হয়েছেন।

১৭ আগস্ট শনিবার নাতনির বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলোনা বৃদ্ধা মো. আলীর (৭০)। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে এই বৃদ্ধ মারা যান। তিনি হাজীগঞ্জ উপজেলার মধ্যবড়কুল মসজিদ বাড়ির হাসিমের ছেলে।

পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশু আবু ছাইদ, আবির হোসেন, ইসরাফিল, মিম ও রথী সাহাসহ মোট ৫ জন মারা যান। শুধু মাত্র হাজীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়। উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নে আবু ছাইদ নামের ১৪ মাসের এক শিশু পানিতে ডুবে মারা যায়।

নিহত শিশু ওই ইউনিয়নের রামপুর গ্রামের মজুমদার বাড়ির আবুল কালাম মজুমদারের ছেলে। হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবির হোসেন (২) শিশুর মৃত্যু হয়েছে। সে পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় দক্ষিণ পাড়া সর্দার বাড়ির নাসির উদ্দিনের একমাত্র ছেলে। একই উপজেলার সাদিয়া আক্তার মিম (২) নামে আরেক শিশু পানিতে ডুবে মারা যান। সে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নে স্থানীয় নাটেহারা গ্রামের নিলাম বাড়ীর মাসুদুর রহমানের ছোট মেয়ে।

এদিকে, সাঁতার না জানার কারণে ডাকাতিয়া নদীতে ডুবে রথী সাহা (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। তার আরেক বন্ধু অভিকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় শ্রমিকরা। রোববার দিবাগত রাতে রথী সাহার অন্ত্যেষ্টিক্রিয়া চাঁদপুর মহাশ্মশানে সম্পন্ন হয়। চাঁদপুর শহরের পুরাণবাজার রয়েজ রোডস্থ তপাদার মিলঘাটের ডাকাতিয়া নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রথী সাহা ঘোষপাড়া নিবাসী ব্যবসায়ী শ্রীবাস সাহার একমাত্র পুত্র। সে পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র ছিল।

শাহরাস্তি উপজেলায় ঈদুল আযহার পূর্বেরদিন ১১ আগস্ট পুকুরে বড় ভাইয়ের সাথে গোসল করতে গিয়ে গিয়াসউদ্দিনের পুত্র ইসরাফিলের (৫) করুণ মৃত্যু হয়। শাহরাস্তি উপজেলার নাহারা মোল্লাবাড়ির পুকুরে তার ভাই ইসরাফিলকে পুকুরের ঘাটলায় দাঁড় করিয়ে লুঙ্গি আনতে যায়। ফিরে এসে দেখে তার ছোট ভাই পুকুর ঘাটে নেই। পরে শিশু ইসরাফিলের লাশ পুকুরে ভেসে উঠে।

ডেঙ্গু জ্বরে সিয়ামের মৃত্যু- শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আবু বকর সিদ্দিক সিয়াম (১৪) ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে মারা গেছে। সে শাহরাস্তি উপজেলার টামটা পশ্চিমপাড়া নোয়াবাড়ির জাকির হোসেনের ছেলে। সে হাজীগঞ্জ উপজেলার গন্ধ্যর্বপুর ইউনিয়নের মোহাম্মদপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

তাল পাড়তে গিয়ে যুবকের মৃত্যু- তালগাছ থেকে তাল পাড়তে গিয়ে ফরিদগঞ্জ উপজেলায় সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার সকালে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক পার্শ্ববর্তী শোল্লা গ্রামের ছিদ্দিকুর রহমানে ছেলে।

ঋণের চাপে আত্মহত্যা- হাজীগঞ্জ উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছেন। উপজেলার নওহাটা গ্রামে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আত্মঘাতী ওই যুবকের নাম আবদুর রাজ্জাক (৪০)। তিনি একই গ্রামের কাজিমউদ্দীন মিয়াজী বাড়ির মৃত এলাহী বক্সের ছেলে। তার বিভিন্ন এনজিওর কাছে প্রায় সাত লাখ টাকার মতো ঋণ ছিল।

বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবকের মৃত্যু- ২১ আগস্ট বুধবার ফরিদগঞ্জ উপজেলার মনতলা জমাদ্দার বাড়ির মানিক জমদ্দার বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান। সে জয়শরা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক মাহবুব আলমের ছেলে।

প্রতিবেদক- মনিরুজ্জামান বাবলু, ২৫ আগস্ট ২০১৯

Share