ভারতের তামিলনাড়ুর ভেলোরের পানাপাক্কাম সরকারি স্কুলের দশম শ্রেণীর চার ছাত্রী এক সঙ্গে কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
২৪ নভেম্বর শুক্রবার পানাপাক্কাম সরকারি স্কুল থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীপা, মণীষা, শঙ্করী ও রেবতী নামের চার ছাত্রী টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ করে। পরে স্কুলের শিক্ষকরা অভিভাবকদের ডেকে নিয়ে খারাপ রেজাল্টের কথা জানান। এ কারণে তারা আত্মহত্যার পথ বেছে নেয়।
কুয়া থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার স্কুলে ব্যাগ রেখেই উধাও হয়ে যায় ওই চার ছাত্রী। অনেক খোঁজাখুঁজির পরেও স্কুলের কোথাও তাদের পাওয়া যায়নি। পরে স্কুল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি কুয়ার পাশে ওই ছাত্রীদের দুইটি সাইকেল দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে সেই কুয়া থেকে চার জনের মরদেহ উদ্ধার করে।
এছাড়া এ ঘটনায় দুই শিক্ষিকাকে বরখাস্তও করা হয়েছে বলে জানা গেছে। (সূত্র: জি নিউজ)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur