মতলব দক্ষিণ

মতলবে মাধ্যমিকে শতাধিক শিক্ষকের পদ শূন্য : পাঠদান ব্যাহত

চাঁদপুর মতলব দক্ষিণে উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী শিক্ষকের ১০৩ পদ দীর্ঘদিন ধরে খালি। এতে শিক্ষার্থীদের মারাত্নকভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। ইংরেজি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়সহ অন্যান্য বিষয়ে পিছিয়ে পড়ছে তাঁরা।

শিক্ষকের মৃত্যু ও অবসরজনিত কারণে এসব পদ শূন্য হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,এ উপজেলায় ২১টি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ পাঁচ শতাধিক। এর মধ্যে ৫৭টি পদ গত চার-পাঁচ বছর ধরে খালি। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের ১৪টি মাদ্রাসায় সহকারী শিক্ষকের পদ দেড়শ। এর মধ্যে ৪৬টি পদ গত প্রায় পাঁচ বছর ধরে খালি। উচ্চবিদ্যালয় ও মাদ্রাসা মিলে উপজেলার ৩৫টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষকের পদ খালি ১০৩টি।

সূত্রটি জানায়, উপজেলার বোয়ালিয়া, কালিকাপুর ও বরদিয়া উচ্চবিদ্যালয় এবং নারায়ণপুর পপুলার বালিকা উচ্চবিদ্যালয় একটি করে সহকারী শিক্ষকের মোট চারটি, আশ্বিনপুর, কাচিয়ারা বালিকা, দিঘলদী এম এ ছাত্তার, নওগাঁও উচ্চবিদ্যালয় এবং আদর্শ স্কুলে দুটি করে মোট ১০টি, মুন্সিরহাট, কাচিয়ারা বালক, লামচরী, পয়ালী কাদিরবক্স, হযরত শাহজালাল ও বহরী উচ্চবিদ্যালয়ে তিনটি করে মোট ১৮টি।

আধারা, নায়েরগাঁও, আঁচলছিলা, ধলাইতলী জনতা ও মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে চারটি করে মোট ২০টি এবং কাশিমপুর পুরণ উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষকের পাঁচটি পদ খালি। এসব বিদ্যালয়ে বাংলা বিষয়ের ৩, ইংরেজির ৮, গণিতের ৫, বিজ্ঞানের ৫, কৃষিবিজ্ঞানের ৭, ধর্মের ৪, হিন্দুধর্মের ২, পদার্থবিজ্ঞানের ১০ ও আইসিটির ১৩টি পদ গত এক থেকে পাঁচ বছর ধরে শূন্য।

সূত্রটি আরও জানা যায়, উপজেলার ১৪টি মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসার মধ্যে মতলব দারুল উলুম ও ধনারপাড় ইসলামিয়া মাদ্রাসায় একটি করে সহকারী শিক্ষকের মোট দুটি, খর্গপুর ফাযিল, কাচিয়ারা জমিলা আলিম, কালিকাপুর আদর্শ দাখিল ও পূর্ব ধলাইতলী আব্দুল জলিল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দুটি করে মোট আটটি, বদরপুর দাখিল, ঘোড়াধারী ইসলামিয়া দাখিল ও কালিয়াইশ ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় তিনটি করে মোট নয়টি, নন্দীখোলা সিনিয়র ফাযিল ও দক্ষিণ করবন্দ আল দাখিল মাদ্রাসায় চারটি করে মোট আটটি, ঘিলাতলী আই এস এ কে ইউ ফাযিল মাদ্রাসায় পাঁচটি।

দিঘলদী ইসলামিয়া জাফরিয়া মাদ্রাসায় ছয়টি এবং নওগাঁও রাশিদা ফাজিল মাদ্রাসায় সহকারী শিক্ষকের আটটি পদ গত এক থেকে পাঁচ বছর ধরে খালি। এসব মাদ্রাসায় গণিতের তিন, বিজ্ঞানের এক, সমাজবিজ্ঞানের দুই, কৃষিবিজ্ঞানের পাঁচ, পদার্থবিজ্ঞানের সাত, আইসিটির ১৩, আরবির তিন ও ইবতাদীর ১২টি পদ খালি।

গত বৃহস্পতিবার নওগাঁও রাশিদা ফাজিল মাদ্রাসা ও দিঘলদী ইসলামিয়া জাফরিয়া মাদ্রাসা এবং আধারা ও হযরত শাহজালাল উচ্চবিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা যায়, সেখানে শিক্ষকের অভাবে ইংরেজি, গণিত ও আইসিটি বিষয়ের ক্লাস ঠিকমতো হচ্ছে না।

এসব বিষয়ের নির্ধারিত ক্লাসে শিক্ষার্থীদের অন্য বিষয় পড়ানো হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এসব প্রতিষ্ঠানের আট শিক্ষার্থী বলেন, তাঁদের প্রতিষ্ঠানে ইংরেজি, অঙ্ক, আইসিটি ও পদার্থবিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয়ের ক্লাস ভালোভাবে হয় না। শিক্ষক না থাকায় এ সমস্যা হচ্ছে। এতে এসব বিষয়ে তাঁরা পিছিয়ে পড়ছে। পরীক্ষায় কীভাবে উত্তীর্ণ হবেন বা ভালো করবেন এ নিয়ে তাঁরা খুবই চিন্তিত।

আধারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক গাজী ও হযরত শাহজালাল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির তপদার দাবি করেন, তাঁদের প্রতিষ্ঠানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক না থাকলেও বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। তবে সব বিষয়ে শিক্ষক থাকা জরুরি বলেও মন্তব্য করেন তাঁরা।

তাঁরা আরো বলেন, সমস্যার কথা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জানানো হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহিম খান বলেন, শিক্ষক নিয়োগ না হওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। এসব শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

প্রতিবেদক: মাহ্ফুজ মল্লিক
৭ এপ্রিল,২০১৯

Share