তুরস্কের রাজধানী আঙ্কারায় মাত্র ৯ মিনিটের ভারী বর্ষণে বন্যার ঘটনা ঘটেছে। আর এতেই পানির তোড়ে খড়কুটোর মতো ভেসে গেছে শত শত গাড়ি। শুধু তাই নয়, এই বৃষ্টিতে মানুষসহ দোকানও ভেসে যেতে দেখা গেছে। স্থানীয় সময় শনিবার বিকেলে এই ঘটনা ঘটেছে।
তুরস্কের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, শনিবার তিন থেকে চার ঘণ্টা ধরে বৃষ্টি চলবে। পাশাপাশি ঝড়ো হাওয়াও থাকবে বলে জানানো হয়েছিল। কিন্তু পূর্বাভাস অনুসারে বৃষ্টি নামলেও তিন ঘণ্টার বদলে তা স্থায়ী ছিল মাত্র ন’মিনিট। আর এই নয় মিনিটেই তুমুল বৃষ্টিতে তছনছ হয়ে গেছে গোটা শহর।
আঙ্কারার মেয়র মুস্তফা টুনা বলেন, এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় আগে কখনো দেখা যায়নি।
তুরস্কের সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জানান, শনিবার ওই বৃষ্টির ধারায় ১৬০টিরও বেশি গাড়ি ভেসে গেছে। পাশাপাশি ভেঙে পড়েছে বহু দোকান।
তিনি জানান, উদ্ধারকর্মীরা বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। তবে, এখনো পর্যন্ত হতাহতের সঠিক কোনো খবর পাওয়া যায়নি।
ভিডিও
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur