দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামি ২৫ অক্টোবর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টায় সারা দেশে একযোগে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত বুধবার বিকেলে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভারপ্রাপ্ত উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ বিষয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামি ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ দিন সারা দেশে একযোগে সকাল ১১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
চাঁদপুর টাইমস রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur