৯৯ বছর বয়সী কারো কথা শুনলে কল্পনায় আসে লাঠি হাতে বুড়ো দাদুর ছবি। এমন বয়সী মানুষেরা যেখানে লাঠি ছাড়া হাঁটতেই পারেন না সেখানে তারাই কাটছেন সাঁতার এবং গড়েছেন বিশ্ব রেকর্ড। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বুধবার কমনওয়েলথ গেমসের গোল্ড কোস্ট প্রতিযোগিতার সাঁতারে অংশ নিয়ে এমনই এক ‘বিশ্ব রেকর্ড’ গড়েছেন ৯৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান সাঁতারু জর্জ করোনস। খবর বিবিসির।
কমনওয়েলথ গেমসের গোল্ড কোস্ট প্রতিযোগিতার বয়সভিত্তিক (১০০-১০৪ বয়স) সাঁতারে ৫০ মিটার সাঁতারে জর্জ করোনস এই রেকর্ড গড়েন। মাত্র ৫৬ সেকেন্ডে ৫০ মিটার পাড়ি দেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল ১ মিনিট ৩১ সেকেন্ডের। ২০১৪ সালে ব্রিটিশ সাঁতারু জর্জ হ্যারিসন সেই রেকর্ডটি গড়েছিলেন। চার বছর পর ৩৫ সেকেন্ড কম সময় নিয়ে সেই রেকর্ড ভাঙলেন জর্জ করোনস।
৯৯ বছর বয়স হওয়ার পরও জর্জ করোনস ১০০ বছরের বয়সভিত্তিক সাঁতারে অংশগ্রহণ করার সুযোগ পান কারণ তিনি আগামী এপ্রিল মাসে ১০০ বছরে পা দেবেন। তবে তার রেকর্ডটি গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনের নাগরিক জর্জ করোনস ছোটবেলা থেকেই সাঁতার কাটতেন কিন্তু যৌবনে এসে সাঁতার ছেড়ে দেন। ৮০ বছর বয়সে এসে আবার সাঁতার কাটা শুরু করেন। জর্জ করোনস বিবিসিকে বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি সাঁতার ছেড়ে দেই। পরবর্তীতে শুধু ব্যয়াম করার জন্য সাঁতার শুরু করি।’
তিনি বলেন, ‘এই বয়সে সাঁতারে অনেক সময় লাগে এবং তাড়াতাড়ি ক্লান্তি আসে। কিন্তু নিয়মিত অনুশীলন ও কিছু কৌশল মেনে চললে শরীর ভারসাম্য আসে, তখন সাঁতার কাটা সহজ নয়। নিজের শরীর ঠিক রাখার জন্য সপ্তাহে তিনবার দীর্ঘ সাঁতার এবং নিয়মিত জিমে অনুশীলন চলে।’
শনিবার অনুষ্ঠিতব্য ১০০ মিটার সাঁতারে জর্জ হ্যারিসনের গড়া রেকর্ডটিও ভাঙার আশার করছেন জর্জ করোনস। তিনি বলেন, ‘বয়সের দিক থেকে হয়তো আমি যুবক নই কিন্তু আমি খুবই আত্মবিশ্বাসী। আশা করছি ১০০ মিটারের রেকর্ডটিও ভাঙবো।’
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৫:২০ পি.এম ২ মার্চ ২০১৮ শুক্রবার
এএস.