চাঁদপুর

চাঁদপুরে জেলায় আরো ৩২ জন শনাক্ত

চাঁদপুরে বৃহস্পতিবার আরো ৩২জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১৩জন, মতলব উত্তরের ২জন, মতলব দক্ষিণের ১জন, ফরিদগঞ্জের ৪জন, হাজীগঞ্জের ৫জন, কচুয়ার ৪জন ও শাহরাস্তির ৩জন। এর মধ্যে উপসর্গে মৃত মতলব উত্তরের ১জনও রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮১৮জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৫জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, ৩০ জুলাই বৃহস্পতিবার ১১২টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩২টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৮০টি রিপোর্ট করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৮১৮জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭১৬জন, ফরিদগঞ্জে ২০৮জন, মতলব দক্ষিণে ১৯৮জন, হাজীগঞ্জে ১৭৬জন, শাহরাস্তিতে ১৭৫জন, মতলব উত্তরে ১৪১জন, হাইমচরে ১২৭জন ও কচুয়ায় ৭৭জন।

জেলায় মোট ৭৫জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

করেসপন্ডেট ৩০ জুলাই ২০২০

Share