চাঁদপুর জেলায় ইসলামী ফাউন্ডেশন চলতি ২০১৮-১৯ অর্থবছরে ৮ উপজেলায় ৯’শ ১১টি মসজিদ ভিত্তিককেন্দ্র পরিচালনা করছে। এতে শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ১’শ ২৫ জন। ইসলামী ফাউন্ডেশন চাঁদপুর কার্যালয় চাঁদপুর টাইমসকে এ কিষয়টি নিশ্চিত করেন।
প্রাপ্ত তথ্যমতে চাঁদপুর সদরে ১’শ ২৪টি মসজিদ ভিত্তিক শিশু কেন্দ্র , রিসোর্স সেন্টার ও বয়স্ক শিক্ষাকেন্দ্র । মতলব দক্ষিণে অনুরূপ ১’শ ৬ টি। মতলব উত্তরে ২’শ ৬ টি। হাজীগঞ্জে ১’শ ৫টি । ফরিদগঞ্জে ১’শ ১৮ টি । শাহরাস্তি ১’শ ৭৮ টি ও হাইমচের ৯৩টি কেন্দ্র ইসলামীক ফাউন্ডেশনের অর্থানয়ে পরিচালিত হচ্ছে।
প্রত্যক শিক্ষার্থীকে বিনামুল্যে বাংলা, গণিত , ইংরেজি ও আরবি বই ,চক, ডাস্টার, ব্লাকবোর্ড ও একজন মসজিদের ইমামকে প্রশিক্ষণ শেষে কেন্দ্র শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে ।
যার বেতন মাসিক ৫ হাজার টাকা । মসজিদ ভিত্তিক শিক্ষালয়গুলোতে ৪-৫ বছর বয়সের শিশুরাই প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সুযোগ পাচ্ছে। আদর্শ ও নৈতিক শিক্ষা প্রদানই এসব প্রাক-প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালনার মূল লক্ষ্য বলে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালকের কর্মরত একজন কর্মকর্তা চাঁদপুর টাইমসকে জানান।
প্রতিবেদক : আবদুল গনি
৯ জানুয়ারি , ২০১৯ বুধবার