পিরোজপুরের মঠবাড়িয়ায় মমতাময়ী মাকে সম্মান জানাতে বিদ্যালয় আঙিনায় সমবেত ৯০০ মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিক্ষার্থী সন্তানরা।
২১ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ এর উদ্যোগে প্রতিষ্ঠানের সবুজ চত্বরে এ ব্যতিক্রমী মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ৯০০ শিক্ষার্থীর মা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক শামীমা সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বিদ্যালয়ের সম্মূখ সবুজ চত্বরে ৯০০ মাকে সারিবদ্ধভাবে চেয়ারে বসিয়ে শিক্ষার্থীরা নিজ মায়ের পা ধৌত করে মুছে দিয়ে মাকে সম্মান জানায়। এ সময় সকল মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দেশ ও মানুষের জন্য সুনাগরিক হিসেবে নিজেকে গড়ার জন্য দোয়া করেন।
এ সময় ব্যতিক্রমী এ অনুষ্ঠানস্থলে এক আবেগঘন আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সমবেত মায়েদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বার্তা কক্ষ,২১ জানুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur