চাঁদপুরে জাতীয় ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে সরকারি কর্মচারীদের উদ্যোগে চাঁদপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ হান্নান তিনি বলেন ৫ আগস্টের পর এই বৈষম্য মেনে নেওয়া হবে না। অবিলম্বে গ্রেডের সংখ্যা কমিয়ে আগামী পে স্কেল ঘোষণা করতে হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেলের ঘোষণা না আসে, তাহলে কর্মচারীদের সঙ্গে তাদের পরিবার আন্দোলনে মাঠে অংশগ্রহণ করবে। আগামী দিনেও ৯ম পে কমিশনের আন্দোলনের পাশে থাকবে আপনারা এটা আমার দাবী নয় এটা সবার দাবী তিনি সবাইকে আশ্বাস দেন আন্দোলনের পাশে থাকার জন্য । আগামী জাতীয় সকল কর্মসুচীতে অংশগ্রন করে পাশে থাকবেন। দীর্ঘদিনের বৈষম্য দূর করে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি আমাদের মানতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) মহাসচিব মোঃ বেল্লাল হোসেন তিনি বলেন ন্যূনতম ৩৫,০০০ টাকা স্কেলসহ নতুন পে-স্কেলের গেজেট আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারীর সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুল মান্নান, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান দেওয়ান, অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সাধারনর সম্পাদক ও দাবি আদায় ঐক্য পরিষদ এর আহবায়ক মোঃ আবুল হাসেম গাজী,ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ মোঃ সামছু উদ্দিন,। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চাঁদপুর জেলার সাবেক সাধারন সম্পাদক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,সমাজ কল্যান সম্পাদক কেন্দ্রীয় কমিটি রেলওয়ে মোঃ মারুফ হোসেনও প্রধান সমন্বয় কারী এনসিপি, প্রধান সহকারী সিভিল সার্জেন কার্যলয় মোঃ সামছুল, চাঁদপুর জেলা মোঃ মাহবুর রহমান, ৪র্থ শ্রেনী কর্মচারী সমিতিরি চাঁদপুর জেলার সভাপতি এ কে এস বোরহানীস সুলতান,
চাঁদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর মোঃ রোস্তম আলী,প্রানী সম্পদ অধিদপ্তর এর মোঃ মফিজুল ইসলাম,গনপুর্ত অধিদপ্তরের মোঃ বাবুল,বাংলাদেশ সড়ক বিভাগ চাঁদপুর এর আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবার অফিস মোঃ সাহেব আলী, বক্তব্য রাখেন জেলা উপজেলা অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। অবিলম্বে ৯ম জাতীয় পে-স্কেল ঘোষণা, ইনক্রিমেন্ট বৃদ্ধি, মহার্ঘ ভাতা প্রদান এবং সকল বৈষম্য দূরীকরণের দাবি জানান তারা।
স্টাফ করেমসপন্ডেট/
৯ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur