করোনাভাইরাসের সংক্রমণের কারণে স্থগিত থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে আগামি ৮ সেপ্টেম্বর থেকে সশরীরে শুরু হচ্ছে।
রোববার ৫ সেপ্টেম্বর বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা ৮ সেপ্টেম্বর এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
এছাড়া অন্য প্রফেশনাল পরীক্ষা নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে।
সব পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) তে প্রকাশ করা হয়েছে।
এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সশরীরে পরীক্ষায় তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রে আসন বিন্যাস করা হবে।
এছাড়া পরীক্ষা সংশ্লিষ্টদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাসময়ে পরীক্ষায় অংশ নেয়ার জন্য অনুরোধ করা হয়।
করোনার সংক্রমণের কারণে গতবছরের ১৭ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের লিখিত পরীক্ষা স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ পরীক্ষা শুরু হওয়ার মাধ্যমে প্রায় দেড় বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরাসরি পরীক্ষা কার্যক্রম শুরু হবে।
বার্তা কক্ষ , ৬ সেপ্টেম্বর ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur