Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ৮ ও ১৮ সালে ছিনিয়ে নেওয়া মনোনয়ন, ২৬ নিয়ে আশাবাদী এম এ হান্নান
এমএ হান্নান

৮ ও ১৮ সালে ছিনিয়ে নেওয়া মনোনয়ন, ২৬ নিয়ে আশাবাদী এম এ হান্নান

ফরিদগঞ্জের রাজনীতি ও জনসেবার মাঠে এক পরিচিত মুখ আলহাজ্ব এম এ হান্নান। দীর্ঘ প্রায় তিন দশক ধরে রাজনীতির পাশাপাশি সমাজসেবায় নিয়োজিত এই গুণী মানুষটি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্ত হয়েও প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এরপরও রাজনীতি ও মানুষের কল্যাণে থেমে যাননি তিনি।

জনপ্রতিনিধি না হয়েও এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং কর্মসংস্থান তৈরিতে রেখেছেন দৃশ্যমান ভূমিকা। নিজের অর্থায়নে উপজেলার বিভিন্ন স্থানে রাস্তা পাকাকরণ, মসজিদ-মাদ্রাসা নির্মাণ ও সংস্কার, গরিব-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানসহ নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন নিরবচ্ছিন্নভাবে।

এম এ হান্নান বর্তমানে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান। ব্যবসা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে যেমন রাখছেন ভূমিকা, তেমনি নিজ এলাকা ফরিদগঞ্জের উন্নয়নেও হয়ে উঠেছেন একটি নির্ভরতার নাম।
এলাকার এক প্রবীণ শিক্ষক বলেন, “তিনি জনপ্রতিনিধি না হয়েও যে পরিমাণ কাজ করেছেন, তা অনেক এমপিও করতে পারেননি।”

দলের জন্য তাঁর অবদানও অনস্বীকার্য। বিএনপির রাজনৈতিক দুর্দিনে তিনি মাঠে থেকেছেন, ত্যাগ করেছেন, সংগঠনকে সক্রিয় রেখেছেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের পাশে থেকে দীর্ঘদিন ধরে দলকে সংগঠিত করার কাজ করে যাচ্ছেন।

ফরিদগঞ্জবাসীর প্রত্যাশা, এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে তিনি যেন এলাকার উন্নয়ন ও জনগণের সেবায় আরও বড় পরিসরে ভূমিকা রাখতে পারেন।

মনোনয়ন প্রাপ্তির বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রখ্যাত চিকিৎসক ডাক্তার আবুল কালাম আজাদ বলেন, দলের কর্মকাণ্ড ও তৃণমূলের মানুষের চাহিদা বিবেচনা এবং জরিপের ভিত্তিতে ২০০৮ ও ২০১৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলহাজ্ব এম এ হান্নানকে মনোনয়ন দিয়েছেন। কিন্তু একটি মহল দলের স্বীদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বৈরাচারের দোসরদের সাথে আঁতাত করে এম এ হান্নান এর মনোনয়ন ছিনিয়ে নিয়েছে। আমাদের প্রত্যাশা আগামী ২০২৬ সালের নির্বাচনে দল তাকে মনোনয়ন দিবেন ইনশাআল্লাহ। আমরা তৃনমূল শক্তিকে সাথে নিয়ে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো।

প্রতিবেদক: শিমুল হাছান, ১২ জুলাই ২০২৫