ট্রাফিক আইন লঙ্ঘন : একদিনে ৮৫৭টি মামলা

রাজধানীর সড়ক-মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। যার ধারাবাহিকতায় সোমবার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৮৫৭টি মামলা ও ৩৫ লাখ ১৪ হাজার ৬২৫ টাকা বেশি জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক পুলিশ।

পাশাপাশি এ সময় ২১৪টি গাড়িকে ডাম্পিং ও ৮৬টি গাড়িকে রেকারে দেয়া হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার এ তথ্য জানান।

তিনি জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশের সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত রোববার সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮৫৭টি মামলা ও ৩৫ লাখ ১৪ হাজার ৬২৫টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলার সময় ২১৪ টি গাড়ি ডাম্পিং ও ৮৬ টি গাড়ি রেকার করা হয়েছে। এর আগের দিন রোববার রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ১৭টি মামলা ও ৪০ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ২২৪ টি গাড়ি ডাম্পিং ও ৭০টি গাড়ি রেকার করেছে পুলিশ।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপি এ কর্মকর্তা।

চাঁদপুর টাইমস রিপোর্ট
৯ অক্টোবর ২০২৪
এজি

Share