চাঁদপুর

জেলার ৭ পৌরসভায় ৮২% স্যানিটেশন : পিছিয়ে চাঁদপুর পৌরসভা

চাঁদপুরের ৭ পৌরসভায় গড় স্যানিটেশন অর্জন ৮২% । দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এটি বেশ অগ্রগতির পর্যায়ের রয়েছে। তবে জেলার জরিপে চাঁদপুর পৌর এলাকা স্যানিটেশনের দিক থেকে তুলনামূলক পিছিয়ে রয়েছে।

২০০৩ সালের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দেশব্যাপি জরিপের রিপোর্ট মতে, চাঁদপুরের পৌর এলাকায় পরিবারের সংখ্যা ছিল ৪৪ হাজার ৪শ’৯০ টি। তখন স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারকারী সংখ্যা ছিল ২০ হাজার ৪ শ’৪৪ টি পরিবার ।

পরবর্তীতে ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাঁদপুরের পৌরসভাগুলোর পরিবারের সংখ্যা আগস্ট ২০১৬ পর্যন্ত দাঁড়ায় ৮৯ হাজার ৮শ’২৪ টি।

২০১১ সাল থেকে ডিপিএইচ পৌরসভার ২০% উন্নয়ন কাজের তহবিল কর্তৃক,এনজিও, পারিবারিক বা ব্যক্তিগত উদ্যোগে ও কমিউনিটি কর্তৃক স্থাপিত বা নির্মিত স্বাস্থ্যসম্মত ল্যাটিন ব্যবহারকারীর সংখ্যা ৭৩ হাজার ৯শ’৩৩ টি পরিবারে দাঁড়ায়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চাদঁপুরের দেয়া তথ্য মতে,২০১১ সালের আদমশুমারি অনুযায়ী আগস্ট ২০১৬ পর্যন্ত চাঁদপুরের পৌরসভাগুলোর মধ্যে-

কচুয়া পৌরসভার পরিবারের সংখ্যা ৫ হাজার ১শ’২৫ । এর মধ্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারকারী পরিবারের সংখ্যা ৪ হাজার ৯শ’৯ টি পরিবার । যার অর্জনের হার ৯৫ %।

শাহরাস্তি পৌরসভার পরিবারের সংখ্যা ৫ হাজার ৮ শ’ ২৮ । এর মধ্যে স¦াস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারকারী পরিবারের সংখ্যা ৫ হাজার’ ৩৯ টি পরিবার । যার হার ৮৬ %।

চাঁদপুরর পৌরসভার পরিবারের সংখ্যা ২৫ হাজার ৭ শ’ ৪৮ । এর মধ্যে স¦াস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারকারী পরিবারের সংখ্যা ২০ হাজার ৫৫ টি পরিবার । যার হার ৭৭ %।

হাজীগঞ্জ পৌরসভার পরিবারের সংখ্যা ১২ হাজার ৬ শ’ ৭৯ । এর মধ্যে স¦াস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারকারী পরিবারের সংখ্যা ১০ হাজার ৬শ’ ১৮ টি পরিবার । যার হার ৮৩%।

মতলব পৌরসভার পরিবারের সংখ্যা ২১ হাজার ৯ শ’ ২৪। এর মধ্যে স¦াস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারকারী পরিবারের সংখ্যা ১৭ হাজার ৭শ’ ১৯ টি পরিবার । যার হার ৮০%।

ছেংগারচর পৌরসভার পরিবারের সংখ্যা ১৮ হাজার ৫ শ’ ২০। এর মধ্যে স¦াস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারকারী পরিবারের সংখ্যা ১৫ হাজার ৫শ’ ৯৩ টি পরিবার । যার হার ৮৪%।

এ জরিপে ফরিদগঞ্জ পৌরসভার তথ্য পাওয়া যায়নি।

প্রাপ্ত পরিসংখ্যান মতে,স্যানিটেশন অর্জনের দিক থেকে এগিয়ে রয়েছে কচুয়া পৌরসভা এবং সবচেয়ে পিছিয়ে রয়েছে চাঁদপুর পৌরসভা । বিশেষ করে পৌরসভার শহরতলি বা পল্লী এলাকায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের পরিস্থিতি সর্বদাই নাজুক পরিস্থিতিতে বিরাজ করছে ।

এ ছাড়াও যৌথ পরিবারগুলো পারিবারিক কারণে একান্নভুক্ত পরিবারে পরিণত হওয়ায় স্যানিটেশন পরিসংখ্যানের পরিবর্তনও হচ্ছে ।

: আপডেট, বাংলাদেশ সময় ০৯:৫৭ পিএম, ০৪ অক্টোবর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- আবদুল গনি
Share