চাঁদপুরে স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ আরো ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৩ জন, শাহরাস্তির ৩ জন ও হাইমচরের ১ জন। সিভিল সার্জন অফিস সূত্রে ২৩ জুন মঙ্গলবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, এ দিন সকালে আরো ২৮ জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭ জনের রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬১৭ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪৭জন।
চাঁদপুর সদর উপজেলায় আক্রান্ত ৩জন হলেন- নৌ-পুলিশের ১ সদস্য (৩৪), ট্রাক রোডের ১ স্বাস্থ্যকর্মী (৩০) ও ব্যাংক কলোনীর ১ বৃদ্ধ (৬০)।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬১৭জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৫১জন, মতলব দক্ষিণে ৭৪ জন, হাজীগঞ্জে ৬৬ জন, শাহরাস্তিতে ৬৭জন, ফরিদগঞ্জে ৬৩জন, হাইমচরে ৩৪জন, মতলব উত্তরে ৩৩জন ও কচুয়ায় ২৯জন।
জেলায় মোট ৪৭ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৪জন, চাঁদপুর সদরে ১২জন, ফরিদগঞ্জে ৬জন, কচুয়ায় ৫জন, মতলব উত্তরে ৫জন, শাহরাস্তিতে ৩জন ও মতলব দক্ষিণে ২জন।
স্টাফ করেসপন্ডেন্ট, ২৩ জুন ২০২০