বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২১ জুলাইয়ের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা এ লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এমসিকিউয়ে অংশ নেয়া ৩৪ হাজার ২শ’ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ১১ হাজার ৮৪৬ জন।
বার কাউন্সিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র দিয়েই লিখিত পরীক্ষায় অংশ নেয়া যাবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন,ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস,খাতা,নোটবুক ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বার কাউন্সিলের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারীতে যারা পাশ করবে তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারে।
লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। এরপর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
নিউজ ডেস্ক
আপডেট,বাংলাদেশ সময় ৩:১০ পিএম,৩০ আগস্ট ২০১৭,বুধবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur