চাঁদপুর

৭দিনব্যাপি ভোক্তা অধিকার সংরক্ষণে ‘বিশেষ সেবা সপ্তাহ শুরু’

সারাদেশের ন্যায় চাঁদপুরেও ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত বিশেষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ সেবা সপ্তাহ পারিত হচ্ছে।আজকে দিবসটির ৩য় দিন।

চাঁদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়-জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে মাক্স বিতরণ,পর্যায়ক্রমে অভিযান পরিচালনা,ভোক্তা অধিকার ২০০৯ এর আওতায় অডিও মাইকিং করে প্রচারণা, লিফলেট বিতরণ ও বড় বড় হাট-বাজারগুলোতে মূল্য তালিকা নির্ধারণ-সংক্রান্ত মনিটরিং কাজ পরিচালনা ইত্যাতি ।

চাঁদপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূর হোসেন জানান-দেশের করোনা ভাইরাস জনিত কারণে স্বাস্থ্যবিধি মেনে ও পবিত্র রমজান মাসে বিষয়টি বিবেচনায় এনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস পালনের উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।

আবদুল গনি, ২ মে ২০২১

Share