চলতি বছরে আজ বুধবার প্রথমবারের মতো প্রায় ৬ মাস পর প্রথমবারের মতো নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বেলা ১০টা থেকে ১১টার মধ্যে তিনি কার্যালয়ে পৌঁছাবেন বলে জানা গেছে।
বছরের শুরুতে সরকারবিরোধী আন্দোলনে গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হন মির্জা ফখরুল ইসলাম।
পরে নাশকতার ৭টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। প্রায় ৬ মাস কারাভোগের পর ১৪ জুলাই আপিল বিভাগের আদেশে জামিনে মুক্ত হন তিনি।
গত ২৬ জুলাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি। সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে প্রায় ২ মাস চিকিৎসা শেষে ২১ সেপ্টেম্বর ঢাকায় ফিরেন বিএনপির এই নেতা।
ঈদ উল আজহায় তিনি তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে ছিলেন। ঈদের পর ঢাকায় এসেছেন তিনি। আজ ৩০ সেপ্টেম্বর নয়াপল্টন কার্যালয়ে যাবেন।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০১:৫৯ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০১৫, বুধবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur